বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক মতবিনিয়ম সভা করেছেন। রবিবার বেলা ১১ টায় বাউফল থানার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাউফল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সনজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অধীর রঞ্জন দাসসহ প্রতিটি পূজা মন্ডপের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ওসি এটিএম আরিচুল হক বলেন, দুর্গা পূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিপস্থির অবনতি ঘটতে পারে এমন কোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। তিনি নিধারিত সময়ের মধ্যে বিষর্জনের কাজ সম্পন্ন করার আহবান জানান।