বাউফল রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিক, সম্পাদক মিলন

বাউফল প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল রিপোটার্স ইউনিটির (বিআরইউ) নির্বাচনে মো. সিদ্দিকুর রহমান (দেশরূপান্তর) সভাপতি ও মশিউর রহমান মিলন (কালবেলা) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) পৌরশহরের হাসপাতাল রোডে বিআরইউর কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে বিআরইউর ২৮জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মুজাহিদুল ইসলাম ও বিমল চন্দ্র শীল সহ-সভাপতি, মো. ইয়াকুব আলী, মো. তোফায়েল ইসলাম তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, মো. ফয়সাল মোল্লা কোষাধ্যক্ষ, জাহিদুল ইসলাম দপ্তর সম্পাদক, রাশেদুল ইসলাম, আবু বক্কর মিল্টন ও নূরুল ইসলাম আজাদী কার্যকারী সদস্য নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শফিউর রহমান মিঠু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান এবং মহসিন সমান ভোট পাওয়ায় কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।