প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা যেন বাইরে থেকেও না হয়, তাহলে দেশের মানুষ তাদের স্যাংশন দিয়ে দেবে।
জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ক্ষমতার বদলে যদি কেউ অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের সাজা পেতে হবে। অবৈধভাবে ক্ষমতা নেবার কোন সুযোগ নেই।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা এনেছি, সেটা অব্যাহত থাকবে। কে ভবিষ্যতে আওয়ামী লীগের হাল ধরবে সেটা ঠিক করে দেবে দেশের জনগণ ও দল আওয়ামী লীগ।
শেখ হাসিনা বলেন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে যদি বিনিয়োগ করা যায়, সেটা আরো ভালো হতো।