মেট্রোরেল চলাচলের সময় বাড়ানো হয়েছে। আগামী ৮ জুলাই রাত থেকে এটি কার্যকর হবে। প্রাথমিকভাবে এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন বলে জানা গেছে।
মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শনিবার থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতি স্টেশন থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে।