কোরআন পোড়ানোর ঘটনায় পুতিনের কঠোর নিন্দা

পবিত্র কোরআন পোড়ানোর মতো হীন কাজের কঠোর নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এ ধরনের কাজ রাশিয়ায় দণ্ডনীয় অপরাধ।

গত বুধবার ডাগেস্টেনের ডারবেন্টের জুমা মসজিদে যান পুতিন। সেখানে মসজিদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই সময় পুতিনকে কোরআন শরীফের একটি কপি উপহার দেওয়া হয়।

যেসব পশ্চিমা দেশ কোরআন পোড়ানোকে কোনো অপরাধ হিসেবে গণ্য করে না সেসব দেশের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট।

পুতিন বলেন, ‘কোরআন মুসলিমদের জন্য পবিত্র এবং অন্যদের জন্যও এটি পবিত্র হওয়া উচিত।’ এছাড়া কোরআন উপহার দেওয়ায় মসজিদের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ধর্মীয় গ্রন্থের পবিত্রতা রক্ষায় যেসব নিয়ম-নীতি রয়েছে সেগুলো মেনে চলবেন।

গত বুধবার পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহমে মসজিদের সামনে কোরআন পোড়ানোর মতো হীন কাজ করেন এক উগ্রবাদী। জানা গেছে, ওই উগ্রবাদী ইরাক থেকে পালিয়ে সুইডেনে আশ্রয় নিয়েছিলেন। আর কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নেন তিনি।

এমন ঘটনায় আরবসহ মুসলিম বিশ্বের সকল দেশ নিন্দা জানিয়েছে।

পুতিন যে জুমা মসজিদে গিয়েছিলেন সেটি রাশিয়ার সবচেয়ে পুরোনো ও পুরো বিশ্বের মধ্যে অন্যতম প্রাচীন একটি মসজিদ। তিনি মুসলিমদের পক্ষ নিয়ে এবার কথা বললেও— আগে বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী কথা বলেছেন।