ধর্ষণ মামলায় সেই মাদ্রাসা শিক্ষক কারাগারে

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে একই বাড়ির প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের মামলার আসামি মাদ্রাসা শিক্ষক মো. ফোরকান মোল্লার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন পটুয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার আদালতের বিচারক মো. জামাল হোসেন এ আদেশ দেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী মো. আল আমিন হাওলাদার বলেন, ধর্ষণ মামলার আসামি ফোরকান নিজের পরিত্যক্ত ঘরে আগুন দিয়ে ধর্ষণ মামলার বাদির পরিবারকে ফাঁসানোর চেষ্টা করেন। যা নিয়ে গত ১২ জুন পত্র-পত্রিকায় ‘ধর্ষণের মামলা থেকে বাঁচতে নিজের ঘরেই আগুন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিজ্ঞ আদালত সংবাদটি বিবেচনায় নিয়ে ধর্ষণ মামলার আসামি ফোরকানের পূর্বের জামানি বাতিল করে জেল হাজতে পাঠান।

প্রিয়দেশ নিউজেও এমন শিরোনামে সংবাদটি প্রকাশ হয়েছিল।

ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর মা শাহিনুর বেগম বলেন, ‘গত ২৮ ডিসেম্বর আমার প্রতিবন্ধী মেয়েকে ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের বিচার পেতে থানায় মামলা করলে আসামি ফোরকান আমাদের হুমকি দেয়। পরে ধর্ষণ মামলা থেকে বাঁচতে আসামি নিজের ঘরে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে। ধর্ষণ মামলার আসামিকে জেল হাজত দেয়ায় আমরা শঙ্কামুক্ত।

গত ৩১ মে ফোরকানের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী নারীর পরিবারের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলায় সব আসামি জামিন দিয়েছেন পটুয়খালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।