স্পিকারের আসনে আ.স.ম ফিরোজ, বাউফলে আনন্দের বন্যা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অধিবেশন পরিচালনা করেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।

রোববার জাতীয় সংসদের ২৩তম অধিবেশেনে ১নং প্যানেল স্পিকার হিসেবে সংসদ পরিচালনা করেন তিনি। সোমবারের অধিবেশনও পরিচালনা করেন পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে ৭ বারের নির্বাচিত এ সংসদ সদস্য। তিনি এর আগে নবম জাতীয় সংসদের হুইপ ও দশম জাতীয় সংসদের চীফ হুইপের দায়িত্বে ছিলেন। বর্তমানে সংসদীয় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে ৩১ মে একাদশ জাতীয় সংসদের ২৩তম ( ২০২৩ খ্রিস্টাব্দের বাজেট) অধিবেশন উপলক্ষে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনার খবরে আ.স.ম ফিরোজ এমপির নির্বাচনী এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে। উচ্ছ্বসিত হয়েছেন এলাকাবাসী। তাকে প্যানেল স্পিকার করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে স্পিকারের আসনে বসা আ.স.ম ফিরোজের ছবি ও সংসদ পরিচালনার ভিডিও চিত্র। এমন আনন্দের খবর ছড়িয়ে পড়েছে উপজেলা শহর থেকে তৃনমূলে। আ.স.ম ফিরোজ স্পিকারের আসনে বসায় গর্ববোধ করেছেন নির্বাচনী এলাকার জনগণ।

এ বিষয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ফারুক বলেন, ‘বাউফলের গণমানুষের নেতা, ৭ বার নির্বাচিত সাংসদ আ.স.ম ফিরোজ এমপিকে সংসদের বাজেট অধিবেশনের প্যানেল স্পিকারের দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বাউফলের জনগণ ও বাউফল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের নেতা স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনায় করায় আমরা আনন্দিত ও গর্বিত।’