জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার ৯ আসামিকে শনিবার জামালপুরের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
রবিবার আসামিদের জেলা কারাগারে পাঠানোর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন আদালত।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা সংবাদমাধ্যমকে জানান, ৯ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রবিবার রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানান ওই কর্মকর্তা।
নাদিম হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ৪৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে, বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার পাঠাটি এলাকায় ইউপি চেয়ারম্যানের সমর্থকদের হামলায় গুরুতর আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
তিনি বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি এবং একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি জামালপুর প্রেসক্লাবের সদস্যও ছিলেন।
নাদিমের স্ত্রী মনিরা বেগম অভিযোগ করেন, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সমর্থক নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।