জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরাম (ডিবিএসএফ)।
শুক্রবার ডিবিএসএফের সভাপতি আহসান কামরুল ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে ডিবিএসএফ নেতারা বলেন, বিগত দিনে অনেক সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও খুনের শিকার হলেও বেশিরভাগ ক্ষেত্রে বিচার না হওয়ায় এ ধরনের দুঃসাহস দিন দিন বাড়ছে। এজন্যই খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে মামলা-হামলা ও খুনের শিকার সব সাংবাদিকের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
গোলাম রাব্বানী নাদিম অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট এবং একাত্তর টেলিভিশন ও দৈনিক মানবজমিনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনেরও সহ-সভাপতি ছিলেন।
গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় ১০-১২ জন সন্ত্রাসী সাংবাদিক নাদিমকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।
ডিবিএসএফ নেতারা বিবৃতিতে সাংবাদিক নাদিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।