কুমিল্লার দাউদকান্দিতে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া হাবিবা আক্তার ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ‘খ’ শাখার ছাত্রী। সে কুমিল্লার তিতাস উপজেলার চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে শ্রেণিকক্ষে হাবিবার মৃত্যুর পর ‘হিট স্ট্রোকে’ সে মারা গেছে বলে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। কয়েকজন অভিভাবক ও স্কুলের শিক্ষার্থীরা জানিয়েছেন তীব্র তাপদাহের প্রভাবে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
স্কুলের প্রধান শিক্ষক মো: সেলিম জানান, ক্লাস চলাকালে হাবিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে সে বমি করে। পরে সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা: মো: ওয়াহেদুজ্জামান তাকে চিকিৎসা দেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা নিয়ে যাওয়ার পথে দাউদকান্দি বলদাখাল এলাকায় পৌঁছালে নাকে-মুখে রক্তক্ষরণ হতে থাকলে তাকে নিকটস্থ এ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুনরায় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান জানান, হাবিবা আক্তার নামের এক স্কুলছাত্রীকে দুপুর পৌনে ১টার দিকে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুপুর ১টা ৪০ মিনিটে পুনরায় ওই ছাত্রীকে নিয়ে হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঠিক কি কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ছাড়া বিষয়টি সঠিক বলা যাচ্ছে না।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, স্কুল ছাত্রীর মৃত্যুর সংবাদে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এনিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে।
কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, স্কুল ছাত্রীটির মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে বলে সম্পূর্ণভাবে নিশ্চিত হওয়া যাচ্ছে না। হাবিবার মৃত্যুর পূর্বে প্রাথমিক যে উপসম বা লক্ষণ দেখা গেছে তা- হিটস্ট্রোকের রোগীদের সাথে সামঞ্জস্য নয়।