রাশিয়াকে যুদ্ধাস্ত্র দিতে চেয়েছিল মার্কিন মিত্র মিশর

শত্রু-মিত্র বলতে যে আন্তর্জাতিক রাজনীতিতে শেষ কথা নেই, সেই বিষয়টিই যেন আবার সামনে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের মিত্র বলে পরিচিত মিশরের সেনা সরকার রাশিয়াকে রকেট ও যুদ্ধাস্ত্র দিতে চেয়েছিল বলে পেন্টাগনের ফাঁস হওয়া গোপন নথিতে উঠে এসেছে।

ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায়, মিশর রাশিয়াকে রকেট এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করেছিল। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মিশরীয় সামরিক কর্মকর্তাদের মধ্যে কথোপকথনের সারসংক্ষেপ রয়েছে নথিতে।

অন্য একটি নথিতে সাউথ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক-ইওলের শীর্ষ সহযোগীদের মধ্যে হওয়া অভ্যন্তরীণ আলোচনা থেকে জানা যায় যে, আর্টিলারি শেল সরবরাহ করতে যুক্তরাষ্ট্র সিউলের ওপর চাপ প্রয়োগ করেছে, যা ইউক্রেনে পাঠানো হবে।

এটি আরও ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্র তার মিত্রের ওপর গুপ্তচরবৃত্তি করেছে, যদিও সাউথ কোরিয়ার কর্মকর্তারা নথিতে থাকা বিবরণগুলো অসত্য বলে দাবি করেছে।

ইসরায়েল বিষয়ক একটি নথিতে দেখা যায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা (মোসাদ) তার কর্মকর্তাদের বিচার বিভাগের স্বাধীনতাকে দুর্বল করার জন্য সরকারের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতে উৎসাহিত করছে।