দেশের ব্যাংকগুলোতে কোনো ধরনের তারল্য সংকট নেই এবং ব্যাংকে জনগণের আমানত নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকে কোনো ধরনের তারল্য সংকট নেই।
বাংলাদেশ ব্যাংক জানায়, আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলকভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব প্রচার করা হচ্ছে।
গুজবের বিরুদ্ধে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক আশ্বস্ত করে বলেছে, দেশের ব্যাংকিং সিস্টেম এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, স্বাধীনতার ৫১ বছরে এখনও দেশে কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। আশা করা যায়, ভবিষ্যতেও কোনো ব্যাংক বন্ধ হবে না।