ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজ রকেট হামলার শিকার হওয়ার পরদিন সেই জাহাজের নাবিকদের উদ্ধার করা হয়েছে। রকেট হামলায় নিহত প্রকৌশলীর মরদেহ সংরক্ষণ করা হয়েছে।
পোল্যান্ডের রাষ্ট্রদূতের বরাত দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পোল্যান্ডে বাংলাদেশের দূতাবাস অ্যাম্বাসেডর সুলতানা লায়লা জানিয়েছেন, জাহাজের ২৮ জনকে কিছুক্ষণ আগে সেফ জোনে নিয়ে আসা হয়েছে। সবাই জাহাজ ছেড়ে এখন নিরাপদ স্থানে অবস্থান করছে।
প্রতিমন্ত্রী জানান, হাদিসুর রহমানের মরদেহ জাহাজ থেকে বহন করে নিয়ে আসা হয়েছে। প্যোলান্ডে হাদিসুর রহমানের জানাজা সম্পন্ন করা হবে। সবাইকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
বুধবার ইউক্রেনে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলায় হাদিসুর রহমান নামে এক প্রকৌশলী মারা যান, আহত হন ৩ জন। হামলার পরই জাহাজটিতে আগুন ধরে যায়।