কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৮ জনকে ৪ লক্ষাধিক টাকা জরিমানা

মোমিনুর রহমান: মানিকগঞ্জের দৌলতপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে আট ব্যবসায়ীকে ৪ লাখ ১৬ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ ফেব্রুয়ারি) উপজেলার ধামশ্বর ইউনিয়নের বৈরাগী ও নিরালী গ্রামে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম ফয়েজ উদ্দিন এই আদালত পরিচালনা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি এস. এম ফয়েজ উদ্দিন বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। ওই সব মাটি বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই আট ব্যবসায়ীকে বালুমাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৪ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।