বোরহানউদ্দিনে অসহায়,দুস্থদেরকে আর্থিক সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ এবং অসহায় ও দুস্থদেরকে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান ।

মঙ্গলবার (১লা জুলাই) উপজেলা প্রশাসন ও গংগাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গঙ্গাপুরের ধারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ১০০টি স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। অন্যদিকে উপজেলা প্রশাসন ও সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে ১২ জন অসহায় ও দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

প্রশংসনীয় এই বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান – উজ্জামান বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
কোনো বিশেষ উপলক্ষ নয়, ইউনিয়ন পরিষদকে বরাদ্দ দিয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই স্কুলে ব্যাগ বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও গংগাপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক মিয়া মন্জুর এ এলাহি মোঃ আল আমিন, গংগাপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোঃ রমযান আলী, গংগাপুর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম আখন সহ বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।

এ উপজেলায় শিক্ষা ও সমাজকল্যাণমূলক এ ধরনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান – উজ্জামান ।