চট্টগ্রাম কোস্টার হেজ শ্রমিকরা বহি:নোঙ্গরে মাদার ভেসেলে পণ্য খালাসের কাজ করতে যাওয়ার সময় চরপাড়া ঘাটে সংঘবদ্ধ ছিনতাইকারীদের কবলে পড়ে ৫ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ২৫ ডিসেম্বর রাতে বহি:নোঙ্গরে মাদার ভেসেলে পণ্য খালাসের কাজে শ্রমিকরা এই ছিনতাইকারীদের কবলে পড়েন।
পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চট্টগ্রাম কোস্টার হেজের শ্রমিক মো. মুসামিয়া, মো. আব্দুর রহিম, মো. আযাদ, মো. শাহাজাহান, মো. সেলিমকে সংঘবদ্ধ ছিনতাইকারীরা মারধর করে সাথে থাকা নগদ টাকা পয়সা, বাজার ও মোবাইল নিয়ে যায়।
ছিনতাইকরীদের মধ্যে মো. সেলিম, মো. জাহিদ, মো. জাফর উল্লাহকে শনাক্ত করা গেছে। পরে পুলিশ ফেনীর ছাগলনাইয়ার মোখলেছুর রহমানের ছেলে মো. জাফর উল্লাহকে গ্রেপ্তার করে।
পতেঙ্গা থানা পুলিশ জানায়, পালিয়ে যাওয়ার ছিনতাইকারীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ভুক্তভোগী মো. সেলিম পতেঙ্গা থানায় মামলা করেন।