টেকনাফের বিজিবি চেকপোস্টে পিস্তল ও গুলিসহ তিন রোহিঙ্গা আটক

হেলাল উদ্দিন, টেকনাফ: টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে দুটি পুরাতন পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে ২ বিজিবির জওয়ানরা।

রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ৭নং এফডিএমএন ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের দ্বীন মোহাম্মদের ছেলে মো. শরিফ (১৮) ও ফকির আহম্মদের ছেলে মো. হাসিম (২০)।

২৭ জানুয়ারি সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং হতে উখিয়া কুতুপালংগামী একটি সিএনজি গাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়নের আওতাধীন দমদমিয়া এবং হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। কিছুক্ষণ পরে হোয়াইক্যং চেকপোস্টের কাছে একটি সিএনজি গাড়ি পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশির জন্য সিএনজি গাড়িটি থামায়। পরবর্তীতে সিএনজিতে থাকা তিনজন আরোহীদের সন্দেহজনক আচরনের জন্য তাদেরকে চেকপোস্টে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে তাদের দুজনের কোমড়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২টি পুরাতন বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি সহ তিনজনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার পিস্তল ও গুলিসহ আটক আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।