কেশবপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ কেশবপুর প্রতিনিধি,আজ শুক্রবার কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে ভাই বন্ধু সংঘের আয়োজনে ৮ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

এ টুর্নামেন্ট প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, আলমগীর কবির,পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক ইমরান হোসেন কারী, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, থানা ছাত্রদল নেতা মুস্তাফিজ, পৌর ছাত্রদলের আহবায়ক খায়রুল বাবু, কমিটির নিশান, মামুন, অপু, জাহিদ।ফাইনাল খেলায় জিয়া স্মৃতি ক্রিকেট একাদশ টিম সুলতান কে ৫ রানে পরাজিত করে চাম্পিয়ান হয়।

সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন তানভীর হোসেন, ম্যান অফ দ্যা সিরিজ ও হোম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন প্রভাত।