এখলাছ উদ্দিন: ঢাকা কলেজে জুলাই গণঅভ্যুথান শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর গতকালের খেলায় পঞ্চগড়কে হারিয়ে ভোলা ব্লাস্টার বিজয়ী হয়েছে। স্কোর ভোলা ১৫৪ বনাম পঞ্চগড় ১২৬।
‘আত্নিক ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা কলেজ’ এই টুর্নামেন্ট আয়োজন করেছে। ঢাকা কলেজে অধ্যয়নরত বিভিন্ন জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে ক্রিকেট খেলার কার্যক্রম পরিচালনা শুরু করেছে সংগঠনটি। এবার তারই ধারাবাহিকতায় ৫৪ জেলার টিম নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা কলেজ খেলার মাঠে ভোলা এবং পঞ্চগড় প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। এতে জয় লাভ করে ভোলা ব্লাস্টার। খেলা শেষে ম্যান অফ দ্য ম্যাচ হন টিম ভোলার মিজান।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের শিক্ষক ও নর্থ হলের প্রভোস্ট মোঃ ইকবাল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত