গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের পর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হয়।
রাষ্ট্রপক্ষ জানায়, শেখ হাসিনার দেওয়া বিদ্বেষপূর্ণ বক্তব্য বন্ধ করার উদ্দেশে তারা এই আবেদন করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, 'আমাদের আবেদন ট্রাইব্যুনাল শুনেছেন এবং আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন যে, যেসব হেটস্পিচ এখনো বিদ্যমান আছে, সেগুলো যেন অতিদ্রুত সরিয়ে ফেলা হয় এবং ভবিষ্যতে যেন তার কোনো ধরনের বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বা প্রকাশ করা না হয়।
প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান বলেন, ফেসবুক, ইউটিউব এক্সসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেখান থেকেই তিনি অন্তর্বর্তী সরকার নিয়ে নানা বক্তব্য দিচ্ছেন। তিনি তার ফোনালাপের রেকর্ডিং অনুসারীদের ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন, যা সামাজিক মাধ্যমে 'ভাইরাল' হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত