হেলাল উদ্দিন: কক্সবাজারের টেকনাফ বিজিবির পৃথক অভিযানে আইস, ইয়াবা, অস্ত্র, হ্যান্ড গ্রেনেড এবং গুলি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দুই রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে বিজিবি। এসময় একটি বাস এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ১২ ডিসেম্বর পৃথক পৃথক অভিযান চালানো হয়।
এদিন সকালে বড়ইতলী বক্করের জোড়া নামক নাফনদীর মোহানায় অভিযান চালিয়ে ২.১৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি বন্দুক, ১টি হ্যান্ড গ্রেনেড, ৩৭ রাউন্ড গুলি, ১টি হাত দাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। এ অভিযানে জব্দ করা হয়েছে ১টি কাঠের নৌকা।
আটক দুই রোহিঙ্গা হলেন- উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে মো. শরীফের ছেলে মো. জুবায়ের (৩০) এবং ২ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে আমির হোসেনের ছেলে মো. আনোয়ার (১৯)।
অপর এক অভিযানে দুপুরে কক্সবাজার টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোষ্ট ৪ হাজার ইয়াবাসহ আটক করা হয় কক্সবাজার সদর উপজেলার জানারঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে ওমর ফারুককে (২০)। এ অভিযানে জব্দ করা হয়েছে বাসটি।
মঙ্গলবার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে ব্যাটালিয়ান সদরের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
অধিনায়ক জানান, মিয়ানমার থেকে অস্ত্র, আইস, চালান আসার খবরে প্রথম অভিযানটি পরিচালিত হয়। অপর অভিযানটি নিয়মিত তল্লাশীতে আটক হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলা করে তিন জনকে থানা পুলিশে সোপর্দ করা হয় বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত