ভারতে বাস দুর্ঘটনায় নিহত ২৫

ভারতের মহারাষ্ট্রে একটি এক্সপ্রেসওয়েতে বাসে উল্টে আগুন ধরে গেলে তিন শিশুসহ অন্তত ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। শুক্রবার (১ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে সমৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুনেগামী বাসটিতে তখন ৩৩ জন ছিলেন।

পুলিশ জানায়, বুলধানা জেলায় এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। ঘটনায় বেঁচে যাওয়া বাসচালক বলেছেন, টায়ার ফেটে যাওয়ার পর বাসটি খুঁটিতে আঘাত করে।

পুলিশ আরও জানায়, বাসটি দরজার পাশ দিয়ে উল্টে যায়। এতে দরজা বন্ধ হয়ে যায় এবং কেউ বের হতে পারেনি।

বুলধানার পুলিশ সুপার সুনীল কাদসানে বলেন, ‘দুর্ঘটনায় ২৫ জন দগ্ধ হয়েছেন। বাসের চালকসহ আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এছাড়া আহতদের সরকারি খরচে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।