ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জুন) সকাল থেকে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
চৌদ্দগ্রাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, আহতদের হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এর মাঝে একজনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে মহাসড়কে যানচলাচল করছে থেমে থেমে। এতে দুর্ভোগে পড়েছেন নারী শিশুসহ হাজারও যাত্রী।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বরাতে জানা গেছে, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এবং চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।মুজিবুল হক এমপির পক্ষের নেতাকর্মীদের নিয়ে সভা করার কথা ছিল মঙ্গলবার। সকালে সমাবেশ করার কথা ছিল চৌদ্দগ্রাম সাবেক পৌর মেয়র মিজানুর রহমান ও শ্রীপুরের ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের। সকালে মিজানুর রহমানের সমর্থকরা সমাবেশ শুরুর আগে সড়কে অবস্থান নেয় মুজিবুল হকের কর্মী সমর্থকরা। এসময় বিক্ষুব্ধ মেয়রের সমর্থকরা মুজিবুল হকের সভামঞ্চ ভাঙচুর করে।
মিয়া বাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় আছে পুলিশ। আমরা কাজ করছি।’
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত