ময়মনসিংহ-৪ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের নির্বাচনি ক্যাম্প স্থাপন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে একজন নিহত হয়েছেন। নিহতের নাম রফিকুল ইসলাম (৫২)।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে চরাঞ্চলের কোনাপাড়া হুতার বাড়ির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুদ্দিন।
ওসি মো. মাইনুদ্দিন বলেন, ‘মঙ্গলবার রাতে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের নির্বাচনি ক্যাম্পের ওপর ছামিয়ানা টানাচ্ছিলেন রফিকুল ইসলাম। এ সময় তার ছোট ভাই ফারুক (৪০) এবং ভাতিজা রাজু (২৮) ও সাজুর (২৫) সঙ্গে ভুক্তভোগীর বাদানুবাদ হয়। একপর্যায়ে ভিকটিমকে মারধর করে প্রতিপক্ষ। মারধরে আহত হলে রফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘নিহতের হার্টের অসুখ ছিল এবং জমি নিয়ে স্বজনদের সঙ্গে তার বিরোধ ছিল। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।’