শিল্পী সমিতির নির্বাচনে বিতর্ক ভুলে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক জায়েদ খান। আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে শপথও চান ইলিয়াস কাঞ্চন।
তিনি বলেন, ৫ তারিখে শপথটা করিয়ে দেন, যেন ওই দিন থেকে আমরা দায়িত্বটা বুঝে নিতে পারি। এর আগে আমরা বসি, আমাদের মাঝে একটা সমঝোতা হোক। কারণ নির্বাচনে বিভিন্ন কথাবার্তা হয়েছে। এতে কারও মধ্যে মনোকষ্টও থাকতে পারে। সেগুলো আগে আমরা দূর করি। দেখা সাক্ষাত হলে সেগুলো দূর হবে।
বেসরকারি একটি টেলিভিশনের অনুষ্ঠানে এসে তারা এসব কথা বলেন।
সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, শিল্পীদের মর্যাদা রক্ষার স্বার্থে নির্বাচনী বিতর্ক ভুলে যেতে চাই। ২৮ তারিখ শেষ, সব শেষ। এখন সবাই একটি পরিবার। আমরা তার নেতৃত্বে, তার নির্দেশে কমিটির ২১ জন শিল্পীদের স্বার্থে, চলচ্চিত্রের স্বার্থে কাজ করব। এতে কোনো ধরনের সন্দেহ নাই।
এসময় সভাপতিকে ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত ভুল হয়েছে বলেও স্বীকার করেন জায়েদ খান। ইলিয়াস কাঞ্চনও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়ে জায়েদ খানের ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং জায়েদ খানের পক্ষ নিয়ে কথা বলেন।