নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে আগামী ৩ জানুয়ারির মধ্যে। প্রতিবেদন চূড়ান্ত করার আগে নতুন নির্বাচন কমিশনের মতামত জানিয়েছে সংস্কার কমিশন।
রোববার (২৯ ডিসেম্বর) এ কথা জানান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এর আগে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সংস্কার কমিশন।
বদিউল আলম বলেন, ‘নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করব, তা না হলে জানুয়ারির ৩ তারিখের মধ্যে দিয়ে দেব।’
বৈঠকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন তো স্টেকহোল্ডার। তাদের কাছে জানতে চাওয়া হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে কোনো সুপারিশ আছে কি না।
সুপারিশ বাস্তবায়নের বিষয়ে সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘এগুলো সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আমরা সরকারের কাছে পরামর্শ দেব এগুলো যেন প্রকাশ করে।
তিনি জানান, এ সংস্কার কমিশনের প্রতিবদন তৈরিতে সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচিত ও স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলাপ করেছেন।
সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কারে গত ৩ অক্টোবর ৮ সদস্যের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিশনের।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত