লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গত ১৭ বছর সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ ও দখল বানিজ্য করেছে স্বৈরাচার আওয়ামীলীগের নেতাকর্মীরা। সেটার দায় চাপিয়ে দিতো বিএনপির নেতাকর্মীদের ওপর। এ বিষয়ে অনেক তদন্ত হয়েছে। কিন্তু এর সত্যতা পাওয়া যায়নি। প্রত্যেকটি ঘটনার সাথে স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা জড়িত ছিল। এবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন হচ্ছে। কোথাও কোন সমস্যা হচ্ছেনা। প্রতিটি মন্দির ও পূজা মন্ডপে বিএনপির নেতাকর্মীরা পাহারা দিচ্ছে। এটি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের শ্রী-শ্রী রক্ষাকালী মন্দির পূজা পরিদর্শনে গিয়ে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, গনতন্ত্র ও দেশের মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করছে বিএনপি। ক্ষমতার জন্য নয়। গনতন্ত্র রক্ষার জন্য আন্দোলন অব্যাহত থাকবে। এসময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী হামলা-মামলা ও গুম খুনের শিকার হয়েছেন। যারা এসব অপকর্মের সাথে জড়িত তাদের গ্রেফতার ও বিচার করতে হবে। ১৭ বছরে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনীতিক মামলা প্রত্যাহার করতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এই অন্তবর্তিকালীন সরকারকে। স্বৈরাচারদের বিচার না হলে এই দেশে গনতন্ত্র থাকবেনা। গনতন্ত্র হুমকির মুখে পড়বে। তাই অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবী, একদিকে দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে,অন্যদিকে হায়না ও খুনি স্বৈরাচার শেখ হাসিনা ও এবং তাদের দোসদের বিচার নিশ্চিত করতে হবে।স্বৈরাচারদের ষড়যন্ত্র এখনো চলছে। সবাইকে সজাগ থাকতে হবে। কোন ষড়যন্ত্রেই কাজে আসবেনা। এদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। ষড়যন্ত্রের পিছনে রয়েছে দেশ থেকে পাচার করা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। কারন তাদের টাকার অভাব নেই। পাচার করা ঔসব টাকা দিয়ে ষড়যন্ত্র করছে স্বৈরাচার হাসিনা ও তার দোসররা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূইয়া, আনোয়ার হোসেন বাচ্ছু, ইউসুফ চেয়ারম্যান, বেলাল হোসেন, শ্রী-শ্রী রক্ষাকালি মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ স্থানীয় বিএনপি.যুবদল ও ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে কফিল উদ্দিন ডিগ্রি কলেজে গর্ভেনিং কমিটির সভায় অংম নেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। পরে পাঁচপাড়া উচ্চ বিদ্যালয়ে বন্যার্তদের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনসহ সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরির্দশন করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত