হেলেনা জাহাঙ্গীরের বাসায় যে কারণে অভিযান

22

চাকরিজীবী লীগের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর নিজেকে পরিচয় দিয়ে পড়েছেন মহাবিপদে। আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কার হওয়ার পর এবার তার বাসায় চলছে অভিযান।

বৃহস্পতিবার রাতে র‌্যাব অভিযান চালাচ্ছে তার বাসায়। এই অভিযানের বিষয়ে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে কী কারণে এ অভিযান চলছে সেটি এখনও নিশ্চিত নয়। এমনকি সংবাদকর্মীদের সেই বাসার ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কেএম আজাদ মিডিয়াকে বলেন, র‍্যাব-২ এর একটি দল গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করেছে।

চাকরিজীবী লীগের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে তারা দুই-তিন বছর ধরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। কিন্তু দলের নেতারা বলছেন, সংগঠনটির সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

হেলেনা জাহাঙ্গীর নিজেকে জয়যাত্রা নামে কথিত একটি আইপিটিভি’র মালিক বলে পরিচয় দেন। সেখান থেকে সারাদেশে সংবাদকর্মী নিয়োগ দিয়ে চাঁদাবাজি করেন বলে সোশ্যাল মিডিয়ায় একাধিক অভিযোগ পাওয়া গেছে।