হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বাদে আর কোনো কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) এমন তথ্য জানিয়ে গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন হেফাজতের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা সাজিদুর রহমান।
বিবৃতিতে বলা হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক, ইসলামী দ্বীনি সংগঠন। তাই জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের সমর্থন নেই। এমনকি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কারও পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো সমর্থন নেই। কেউ যদি কারও পক্ষে বা বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে কিংবা সমর্থন করে তাহলে তা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এর সাথে হেফাজতের কোনো যোগসূত্র নেই।
বিবৃতিতে আরও বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ কোথাও আল্লাহ, রাসূল, কুরআন সুন্নাহ তথা ইসলামবিরোধী কোনো কাজে লিপ্ত হলে সেই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত