হেফাজতের নতুন মহাসচিব সম্পর্কে এখন পর্যন্ত যা জানা গেছে

26

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদীর মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন মাওলানা সাজেদুর রহমান। সোমবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রয়াত মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদীর জানাজার আগে এ ঘোষণা দেওয়া হয়।

‘হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নির্দেশে সংগঠনের সহসভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আমার নাম ঘোষণা করেন’, গণমাধ্যমকে এমনটাই বলছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।

ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার আগ পর্যন্ত মাওলানা সাজিদুর হেফাজতে ইসলামের প্রথম যুগ্ম মহাসচিব ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শাইখুল হাদিস। একই সঙ্গে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) জ্যেষ্ঠ সহসভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান তিনি।

সোমবার দুপুরে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জেহাদী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে সংগঠনের মহাসচিবের পদটি শূন্য হয়।