বগুড়ায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের প্রকাশিত বই ‘হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা’ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বইটিতে হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ রোগীদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদের হাতে এ বই তুলে দেওয়া হয়।
এ সময় বিনামূল্যে চিকিৎসা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশারফ হোসেন।
এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক লালু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে (বিএমএ) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ডা. আজফারুল হাবিব রোজ; ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ মো. শাজাহান আলীসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত