হাসিনা তো হিন্দুস্তানে, এখন কোন সিন্ডিকেট কাজ করছে প্রশ্ন রেখে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, রোজার মাসে আল্লাহ-রসুল বিশ্বাসী মুসলমানরা ওমরাহ পালনে যাবেন। আমি গতকালকে একটি অনুষ্ঠানে শুনতে পেয়েছি, জেদ্দায় যেতে ৪০ হাজার টাকার বিমান টিকিট এখন ৯০ হাজার টাকায় বিক্রি হচ্ছে!
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, এসব খবর রাখেন না বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা। এই টিকিট কারা কিনছে? একশ-দুশ টিকিট সিন্ডিকেটের কিনে অফিসে জমা রেখে ৯০ হাজার টাকায় বিক্রি করছে? উপদেষ্টারা কী করেন, গোয়েন্দারা কী করেন? তাদের খবর রাখতে হবে। এই সিন্ডিকেট তো হাসিনার নয়। তাই এই সিন্ডিকেটকে ধরে গরিব মানুষরা যাতে ৪০ হাজার টাকায় টিকিট কিনতে পারেন তার ব্যবস্থার আমি দাবি জানাচ্ছি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আজকে অনুরোধ জানাব- আর বিলম্বিত নয়, আর দেরি নয়, আবু সাঈদ, মুগ্ধের রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতার সম্মান অক্ষুণ্ন রাখতে হলে অনতিবিলম্বে নির্বাচনের তারিখ আপনাকে ঘোষণা করতে হবে। সংস্কার চলবে, নির্বাচনের দিন-তারিখও চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে। আমি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি।
সংস্কার প্রসঙ্গে ফারুক বলেন, ১৯৯১ সালে বিচারপতি সাহাবুদ্দিন আহমেদ সাহেব, যিনি এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল। যিনি রশি টানিয়ে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করার কারণে বেগম খালেদা জিয়া জনগণের ম্যান্ডেটে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আপনার কাছেও এরকম একটি নির্বাচনের প্রত্যাশা নিয়েও তো আমরা প্রতিদিন এই প্রেস ক্লাবের সামনে বলতে চাই, ৯১ সালের মতো একটি নির্বাচন করতে এত সংস্কারের দরকার নেই। যে সংস্কার প্রয়োজন, যে সংস্কার দিয়ে জনগণ ৪০ টাকায় চাল কিনতে পারবে সে সংস্কার আমার দরকার। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণার দাবি জানান।
শিক্ষার্থীদের টিফিন বক্সের ওপরে ভ্যাট বাড়ানোর ব্যাপারে বিএনপি চেয়াপারসনের এই উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার বিপ্লবে আপনারা ক্ষমতায় এসেছেন, শিক্ষার্থীদের আন্দোলনে আপনারা সরকারে। তাহলে কেন আপনারা স্কুলের ছাত্র-ছাত্রীদের টিফিন বক্সের ওপরে ভ্যাট ধার্য করবেন, কেন আপনারা অনৈতিকভাবে সব নিত্যপণ্যের ওপরে ভ্যাট বসিয়ে দেবেন? এই ভ্যাট বৃদ্ধিতে জনগণ দিশাহারা। যেখানে ১০ হাজার টাকায় তাদের মাস যেত, এখন ২৫ হাজার টাকায়ও দিন অতিবাহিত করা যায় না।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রসঙ্গে জয়নুল আবদিন বলেন, ঘোষণাপত্রের কথা বলেন; আমি এটাকে সমর্থন করি। আমি অনুরোধ জানাব, ইশতেহার লেখেন আপত্তি নাই, এই ইশতেহারে ’৪৭ সালের উপনিবেশবিরোধী, একাত্তরের স্বাধীনতাবিরোধী, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে আন্দোলনগুলো হয়েছে; তার আগে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলন করে আপোষহীন নেতৃত্ব লাভ করেছেন। ডা. মিলনের আত্মহুতির কথাও ইশতেহারে লিখতে হবে এবং বাংলাদেশে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অসত্য মামলা দিয়ে ৫টি বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে বিনা কারণে- সে কথাগুলোও ইশতেহারে থাকতে হবে।
তিনি বলেন, ৭১ সালে আলোচনার নামে সমঝোতার নামে যারা ইয়াহিয়া-ভুট্টোর সাথে আলাপ করে বাংলাদেশে ২৫ মার্চের কালো রাত্রিতে পাকিস্তান বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল। সেদিন আলোচনার নামে সময়ক্ষেপণ কেন করা হলো সেই পাকিস্তান প্রীতির কথাও ইশতেহারে উল্লেখ থাকতে হবে।
সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী, সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ প্রমুখ নেতা বক্তব্য দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত