হাইকোর্টের স্থায়ী ৯ বিচারপতির শপথ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ৯ বিচারপতিকে শপথবাক্য পাঠ করিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হয়।

স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেওয়া বিচারপতিরা হলেন- বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী, বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মোহাম্মদ আলী রেজা, বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েস, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মোহাম্মদ বশিরউল্লাহ এবং বিচারপতি কে এম রবিউল হাসান।

শাপথবাক্য পাঠ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক শাহ মঞ্জুরুল হক এবং সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে এই ৯ বিচারপতিকে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২ বছরের জন্য নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।