করোনাভাইরাস: ঠাকুরগাঁয় স্বাস্থ্যকর্মীসহ ৮ জন শনাক্ত

ঠাকুরগাঁওয়ে আরও ১ জন স্বাস্থ্যকর্মী ও ‌ভূমি অফিসের একজন কর্মচারীসহ আজ মোট ৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩০ জনে। এ পর্যন্ত ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন ২ জন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুয়ায়ী, নতুন শনাক্তদের মধ্যে ঠাকুরগাঁও সদরের আরও ১ জন পুরুষ স্বাস্থ্যকর্মী (পরিচ্ছন্নকর্মী), সদরের জগন্নাথপুর (সদর ভূমি অফিসের কর্মচারী), শান্তিনগর (বাসস্ট্যান্ডের দোকান কর্মচারী), রহিমানপুর, রায়পুর ও ঘোষপাড়ায় ১ জন করে, পীরগঞ্জের বাঁশগাড়াতে এক শিশু ও রাণীশংকৈলের ফরিদপাড়ায় ১ জন নারী করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান জানান, বিশেষ কারণে আজ বৃহস্পতিবার কোন নমুনা দিনাজপুর পাঠানো হয়নি। তবে মঙ্গলবার ৮৩ ও বুধবার ৯২ জনের নমুনা পাঠানো হয়।