সৌদি সরকারের অর্থনৈতিক উন্নয়নের ভিশন-২০৩০ বাস্তবায়নের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পেশার মানুষকে নাগরিকত্ব দেয়ার কথা ঘোষণা করেছে দেশটি।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেয়া রাজকীয় আদেশে এ কথা জানানো হয়েছে।
সৌদির সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের দক্ষ জনশক্তিকে আকর্ষণ করতেই সৌদি নাগরিকত্বের দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
রাষ্ট্রীয় ওই আদেশে বলা হয়: ইসলামি চিন্তাবিদ, নিউক্লিয়ার বিশেষজ্ঞ, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, কম্পিউটার বিজ্ঞানী, তেল শিল্পের এক্সপার্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, স্পোর্টস এবং শিল্পী, পরিবেশবিদ এবং মহাকাশ গবেষকদেরকে সৌদি সরকার নাগরিকত্ব দেয়ার আদেশ দিয়েছে।
এইসব পেশার বাইরেও সৌদি সরকারের উন্নয়ন কাজে সহযোগিতা করতে পারবে এমন প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদেরও সৌদি নাগরিকত্ব দেয়া হবে বলে ওই আদেশে বলা হয়।
সৌদি সরকার তেল নির্ভরতা হ্রাস এবং অর্থনৈতিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জাতীয় উন্নয়নের স্বার্থেই এ উদ্যোগ বলে জানিয়েছে ওই আদেশে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত