ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডের শক্তিশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহতের ঘটনায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং প্যালেস্টাইনের হামাসসহ সমমনা সংগঠনগুলো তীব্র নিন্দা জানিয়েছে।
হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন: বিশ্বের সব মুজাহিদের দায়িত্ব হলো জেনারেল সোলাইমানির রক্তের ন্যায়সঙ্গত বদলা নেয়া।
শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন: জেনারেল কাসেম সোলেইমানির চূড়ান্ত লক্ষ্য ছিল শাহাদাৎ। তার এই মহান শাহাদাৎ এবং চূড়ান্ত সাফল্যে আমার ঈর্ষা হচ্ছে।
হাসান নাসরুল্লাহ জানান: শহীদ সোলেইমানির পথে আমাদের যাত্রা অব্যাহত রাখব, আমরা তার এই যাত্রাকে পরিপূর্ণতা দেব ও তার লক্ষ্য বাস্তবায়ন করব এবং সব ফ্রন্টে তার পতাকা উড়াব।
অন্যদিকে প্যালেস্টাইনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে কাসেম সোলেইমানির শাহাদাতের তীব্র নিন্দা জানিয়ে বলেছে: জেনারেল কাসেম সোলেইমানি প্যালেস্টাইনের প্রতিরোধ সংগ্রামের প্রতি ব্যাপক সহযোগিতা করেছেন। প্রতিরোধ সংগ্রাম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ইসরাইলকে ধ্বংসের জন্য জিহাদকে প্রাধান্য দিয়েছিলেন।
হামাস আরও বলেছে: ইহুদিবাদী ইসরাইলের সমর্থনে মধ্যপ্রাচ্যে সহিংসতা ও উত্তেজনা সৃষ্টির লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এসব অপরাধযজ্ঞ চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের সব হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
প্যালেস্টাইনের ইসলামিক জিহাদ আন্দোলনও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
ইয়েমেনের হুতি আনসারুল্লাহর নেতা সাইয়্যেদ আব্দুল মালিক বদরউদ্দিন হুতি বলেছেন: যুক্তরাষ্ট্র এই অপরাধের জন্য অনুশোচনা করতে বাধ্য হবে। এর ফলে প্রতিরোধ ফ্রন্টের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার হবে।
ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানি বলেন: কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি ও ইরাকের হাশদ আশ শাবি’র উপ-প্রধান আবু মাহদি আল মুহানদিসকে হত্যার কোনো ব্যাখ্যা থাকতে পারে না।
ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ শাবি তাদের সব সদস্যকে প্রতিশোধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত