প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৬:১২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২১, ৮:৫০ পি.এম
সেই ‘বালিশ’ নিয়েই ঢাকা ছাড়লেন রিজওয়ান
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই বাংলাদেশে সিরিজ খেলতে আসে পাকিস্তান দল। এ সময় পাকিস্তান দলের অন্যতম ব্যাটার মোহাম্মদ রিজওয়ান সঙ্গে একটি বালিশ নিয়ে আসেন। শুধু তাই নয়, নিজের প্রিয় বালিশ নিয়ে নিজ দেশ থেকে দুবাই এবং দুবাই থেকে বাংলাদেশে সফর করেন। তারপর সেই বালিশ নিয়েই বাংলাদেশ ছেড়ে যান রিজওয়ান।
কিন্তু কী কারণে তিনি বালিশ নিয়ে এসেছেন সেই রহস্য উন্মোচিত হয়েছে।
টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ শেষ করে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে পাকিস্তান দল। সেখান থেকে তারা দেশে ফিরবে। বিমানবন্দরে দেখা গেছে বালিশ বুকে জড়িয়ে ধরেই প্লেনের দিকে এগুচ্ছেন রিজওয়ান।
জানা গেছে রিজওয়ানের এই বালিশ প্রীতি নতুন নয়। যেখানেই যান, সঙ্গে করে নিয়ে যান তার এই প্রিয় বালিশটি। রিজওয়ান নিজ বাসা থেকে সেই বালিশটি নিয়ে গেছেন দুবাইয়ে। তারপর দুবাই থেকে সেই বালিশ নিয়েই আসেন বাংলাদেশে।
পিসিবি সূত্রে জানা গেছে, এ বালিশে রিজওয়ানে খুব আরামের ঘুম হয়। তাই দেশে কিংবা বিদেশে সব জায়গাতেই রিজওয়ান বালিশটিকে সঙ্গে করে নিয়ে যান।বাংলাদেশ থেকে যাওয়ার সময়ও প্রিয় বালিশ বুকে জড়িয়েই রিজওয়ান এবার দেশে ফেরেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত