সিরিয়া সফরে ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ার নতুন সরকারের সঙ্গে দেখা করতে রাজধানী দামেস্কে পৌঁছেছেন ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীরা। গত মাসে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এটিই দেশটিতে প্রথম সফর।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সিরিয়ার রাজধানীতে প্রথম অবতরণ করেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি জানান, ফ্রান্স ও জার্মানি, সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সিরিয়ানদের সেবায় তারা নিজেদের নিয়োজিত রাখবে।

জার্মানির আনালেনা বেয়ারবক এবং ফ্রান্সের জিন-নোয়েল ব্যারোট সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে আলোচনায় বসবেন। এই নেতা আবু মোহাম্মদ আল-জুলানি নামেও পরিচিত।

এছাড়া এবারের সফরে ইউরোপীয় এই দুই মন্ত্রী আল-আসাদ পরিবারের কয়েক দশকব্যাপী শাসনের বর্বরতার প্রতীক সেদনায়া কারাগারও পরিদর্শন করবেন। এর আগে গত মাসে সিরিয়ায় নিম্নস্তরের প্রতিনিধি দল পাঠিয়েছিল ফ্রান্স ও জার্মানি।

অতীতে আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকায় এইচটিএসকে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ জঙ্গি গোষ্ঠী হিসেবে তকমা দিয়েছে। তবে গত মাসে আল-আসাদের বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ায় এখন তাদের জঙ্গি তকমা অপসারণ করা হবে কিনা, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।