মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম কাষ্টমস এজেন্ট এসোসিয়েশনের নির্বাচনে বৃহত্তর কাস্টমস এজেন্টস ঐক্য পরিষদের পক্ষ থেকে সভাপতি পদে চট্টগ্রাম বঞ্চিত ব্যবসায়ী ফোরামের আহবায়ক এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক পদে সিএন্ডএফ ব্যবসায়ী মোহাম্মদ শওকত আলী মনোয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে আগ্রাবাদ সিএন্ডএফ ভবনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ২৯ টি পদে নির্বাচন করার জন্য মোট ৬০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এতে সিনিয়র সহ সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আবছার। সমমনা পরিষদ থেকে তিনি সহ ১৩ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সম্মিলিত সমমনা ঐক্য জোট, সম্মিলিত পরিষদ, গণতান্ত্রিক পরিষদ, বিজনেস ফোরাম এবং সতন্ত্র প্রার্থী সহ সর্বমোট ৭২টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। ২৯ এবং ৩০শে জানুয়ারী মনোনয়নপত্র সংগ্রহের তারিখ নির্ধারিত ছিল। আগামী ৯ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। ২৬ ফেব্রুয়ারী চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
এতে ২য় সহ সভাপতি পদে মোহাম্মদ সাইফুদ্দিন, ৩য় সহ সভাপতি পদে আবু সালেহ, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওবায়দুল হক আলমগীর ও জসিম উদ্দিন ভূঁইয়া, ২য় যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার লতিফুর রহমান আজিম, এ এস এম ইসমাইল খান, জামাল উদ্দিন বাবলু ও অর্থ সম্পাদক পদে মোকতার হোসাইন পাটোয়ারী মনোনয়নপত্র জমা দেন।