
আলোচিত মাগুরায় তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিয়াকে ধর্ষণ কান্ডের প্রতিবাদে বাউফল কলেজ শাখা ইসলামী ছাত্র আন্দোলন’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
অপরাধীদের শাস্তি চেয়ে আজ বুধবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজ রোড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদর্শন করে স্বাধীনতা সমাধীর সামনে এসে একত্রিত হয়ে “চলো যাই যুদ্ধে ধর্ষকদের বিরুদ্ধে”, “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাইনাই” এই স্লোগানকে সামনে রেখে তারা বিক্ষোভ মিছিলটি বের করে।
পরে উপজেলা পরিষদ স্বাধীন সমাধীর সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ মিছিলটি শুরু করেন।
এসময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাউফল সরকারি কলেজ শাখা’র সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন তিনি বলেন, গত পাঁচ বছরে ২৭ হাজারের মতো নারীও শিশু ধর্ষণের শিকার হয়েছে, এবং সর্বশেষ গত পাঁচ মাসে ১৮০টি ধর্ষণের ঘটনায় ধর্ষণকারীরা গ্রেপ্তার হলেও সঠিক বিচার করতে ব্যর্থ আইন উপদেষ্টা। যার কারনে বঙ্গুর হয়ে পড়েছে দেশের বিচার ব্যবস্থা।
রুহুল আমীন আরও বলেন, ধর্ষনকারীদের সর্বচ্চো শাস্তি নিশ্চিত না করতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা ও অন্তবর্তী সরকারকে পদত্যাগ করে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।