ফুসফুসে সংক্রমণ হওয়ায় সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কি উ এম বদরুদ্দোজা চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার রাজধানীর উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বদরুদ্দোজা চৌধুরীর মেয়ে ডা. শায়লা চৌধুরী বলেন, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে। আজ বুধবার সকালে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, সাবেক রাষ্ট্রপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম বলেন, অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেড অব কার্ডিওলজিস্ট অপর্ণা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ মারুফ বিন হাবিব ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. শায়লা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত