রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার রাতে তাকে ডিএমপির গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তার করে বলে ডিএমপি’র উপকমিশনার (মিডিয়া) তলেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। তবে, গ্রেপ্তার নিয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
এনামুর রহমান ১০ম ও ১১তম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। তবে ১২তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলামের কাছে পরাজিত হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর এনামুর রহমানের বিরুদ্ধে একাধিক হত্যা ও দুর্নীতির মামলা করা হয়।
২৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অজানা উৎস থেকে সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে। একই তদন্তে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান হাইয়ুল কাইয়ুমকেও অন্তর্ভুক্ত করা হয়।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এনামুরের প্রায় ৬ কোটি টাকার নগদ আমানত ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে। তিনি এনাম মেডিকেল হাসপাতাল, এনাম এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ভিলেজ এবং এনাম ক্যান্সার হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন।