সাউথ আফ্রিকার কেপটাউনে অগ্নিকাণ্ডে পার্লামেন্ট ভবনের গুরুতর ক্ষতি হয়েছে এবং অধিবেশন কক্ষের ছাদ ভেঙে পড়েছে। অবশ্য ফায়ার সার্ভিসের কর্মীরা চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও চুরির অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি জানায়, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ ঘটনাকে ‘ভীতিকর ও বিধ্বংসী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পার্লামেন্টের কার্যক্রম চালিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
পার্লামেন্ট ভবনের চারতলার অফিসে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত পার্লামেন্টের নিম্নকক্ষ বা ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে পুরো পার্লামেন্ট কমপ্লেক্সটিই গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুরোনো অধিবেশন কক্ষের ছাদ সম্পূর্ণ ভেঙে পড়েছে। আগুনে কেউ আহত হয়নি এবং অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি। ছুটির কারণে বর্তমানে পার্লামেন্টের অধিবেশন চলছে না।
সাউথ আফ্রিকার পার্লামেন্ট ভবনটির তিনটি অংশ। এর মধ্যে সবচেয়ে পুরোনো অংশটি নির্মিত হয় ১৮৮৪ সালে। এ ছাড়া ১৯২০ ও ১৯৮০-র দশকে নতুনতর অংশগুলো নির্মিত হয়। দেশটির সরকারের নির্বাহী বিভাগের রাজধানী প্রিটোরিয়ায়, আইনসভার রাজধানী কেপটাউনে এবং বিচারবিভাগীয় রাজধানী ব্লোমফন্টেইনে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত