ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) উপজেলার সাতগাছি ও বালিয়াডাঙ্গা এলাকায় এই দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সাতগাছি পশ্চিম পাড়া গ্রামের জুয়েল হোসেনের মেয়ে সুমাইয়া খাতুন (৬) ও পৌরসভা এলাকার বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মালেক বিশ্বাসের ছেলে আরাফ বিশ্বাস (৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির সামনে রাস্তায় দাড়িয়ে ছিল শিশু সুমাইয়া। এসময় মহেশপুরের জীবননগর এলাকা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ইঞ্জিনচালিত একটি নসিমন উপজেলার সাতগাছি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে শিশু আরাফ বিশ্বাস খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়। স্থানীয়রা শিশুটির লাশ ডোবার পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত