জুলাই আগস্ট গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে বলে সেইফহোমে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
অন্যদিকে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৩০ ডিসেম্বর, পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফিকে ২৬ ডিসেম্বর ও শাহিল ইসলামকে ২৯ ডিসেম্বরকে জিজ্ঞাসাবাদের জন্য প্রসিকিউশনকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একইসাথে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগের বিচার করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আছে কিনা, এ সংক্রান্ত আবেদনের শুনানি ২০ জানুয়ারি ঠিক করেছেন আদালত। পৃথক ৪ টি আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
এর আগে জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং এনটিএমসি'র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং কাশেমপুর কারাগার থেকে হাজির করা হয়।
ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুর ইসলাম, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে হাজির করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত