বাউফল প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে পটুয়াখালীর বাউফলে দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে ইউনিক কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান।
বুধবার (১৮ অক্টোবর) পৌর শহরের হাসপাতাল রোডে ওই ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।
ক্লিনিকের ম্যানেজার মাহমুদ হাসান রাজিব জানান, শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। ১৮ ও ১৯ অক্টোবর দুইদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালের চিকিৎসক মো. আবদুল্লাহ ডেঙ্গুসহ সকলের রোগের চিকিৎসা সেবা প্রদান করবেন।
ক্লিনিকটির পরিচালক ও পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদা ডাঃ মো: জোবায়ের হোসেন রাসেল বলেল, সাধারণ মানুষের দৌঁড়গোড়ায় প্রধানমন্ত্রী তথা সরকার এর পাশাপাশি বেসরকারি ভাবে চিকিৎসা সেবা প্রধান করা ও তাদের সহযোগিতা করার জন্যই আজকের ও আগামীকাল এর এ ফ্রি চিকিৎসা সেবার আয়োজন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত