বাবরঃ
৫০ তম মৃত্যু বার্ষীকি উপলক্ষে কবি ফররুখ আহমদ স্বরনে সুর্য ওঠার কত দেরি শিরোনামে স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) বরিশাল বিভাগীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করা হয়।
কবি নয়ন আহমেদের সভাপতিতত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রজমোহন সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আবদুর রব।
মুল প্রবন্ধ পাঠ করেন গবেষক শিক্ষক কবি পথিক মোস্তফা। তিনি বলেন, কবি ফররুখ আহমদ শুধু রেনেসার কবি নয়, তিনি প্রেম মানবতা ও প্রকৃতির কবিও বটে। কবির সাহিত্য জীবন কর্ম নিয়ে তরুণ প্রজন্মকে গবেষণা করার আহবান জানান। কবির রচিত তার বিখ্যাত ফারাক্কা বাধ গান টি পরিবেশন করেন স্হানীয় শিল্পিরা।
এসময় সভায় উপস্থিত ছিলেন ছাত্র শিক্ষক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। প্রতি বছর বছর এই আয়োজন অব্যাহত থাকবে বলে আশা ভক্ত করেন আয়োজকরা।