করোনাভাইরাসের সংক্রমণ শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ায় স্কুল কলেজ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, শিশুদের মধ্যে একটা সংক্রমণ ঘটছে। এটা আগে ছিল না। এজন্য বিষয়টি সঙ্গে সঙ্গে আমলে নিতে হয়েছে।
শুক্রবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
তিনি বলেন, এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে। এরপর আমরা সিদ্ধান্ত নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কেও অবহিত করি। এভাবেই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা একেবারেই মাঠের চিত্র অনুযায়ী।
পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ক্যাম্পাস মুখরিত হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা চায় যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকুক। সেজন্য যত দ্রুত সম্ভব, তাদের শিক্ষা জীবনের ব্যাঘাত না ঘটিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।
স্কুল-কলেজ বন্ধ থাকলেও এই সময়ে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।