নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে আটক দুজনের পরিচয় জানাননি তিনি।
শিক্ষার্থীদের ওপর হামলার একটি ছবি সংযুক্ত করে ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, ‘এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে।’
আরেক উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে। আর, রাজপথে কারো সন্ত্রাস, চাঁদাবাজি আর চলতে দেওয়া হবে না।’
এরআগে, বুধবার বেলা ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কার্যালয় ঘেরাও করতে গিয়ে হামলার মুখে পড়েন শিক্ষার্থীরা।
কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পর সেখান থেকে মতিঝিলে এনসিটিবির কার্যালয় ঘেরাও করতে যান তাঁরা।
এসময় ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহাল এবং পরিমার্জন কমিটিতে থাকা রাখাল রাহাকে অপসারণের দাবিতে বিক্ষোভ চলছিল। এই কর্মসূচীতে অংশ নেওয়া একাধিক শিক্ষার্থীর অভিযোগ, বিক্ষোভ চলাকালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের ব্যানারে ওই স্থানে জড়ো হওয়া কয়েকজন হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় ডিবিসি নিউজের সাংবাদিক জুয়েল মারাকসহ অন্তত তিনজন আহত হন। পুলিশ ধাওয়া দিলে দুই পক্ষই ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন পাঠ্যবইয়ে নানাভাবে এসেছে জুলাই গণ-অভ্যুত্থানের কথা। এর মধ্যে নবম ও দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ থাকা একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল। তবে ওই গ্রাফিতি বাতিলের দাবিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামে সংগঠন আন্দোলন শুরু করলে কর্তৃপক্ষ তা বাতিল করে। পরে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি পরিবর্তন করে ‘বল বীর/ চির উন্নত/ মম শির’ লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়। এ নিয়ে প্রতিবাদে নেমেছেন সংশ্লিষ্ট সংগঠনের শিক্ষার্থীরা।
অন্যদিকে, ‘আদিবাসী’ শব্দটি বাতিলের দাবিতে কর্মসূচি দেয় ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’। পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি বাতিল ও বহালের পাল্টাপাল্টি দাবি নিয়ে বুধবার একই সময়ে একই স্থানে কর্মসূচি ছিল শিক্ষার্থীদের এ দুটি সংগঠনের।