রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শহীদ ওয়াসিম আকরাম স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে। সে ছাত্রদলের নিবেদিতপ্রাণ নেতা ছিল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। তার প্রতি মানুষ শ্রদ্ধা জানিয়েছে। তার মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করেছে।
তিনি বলেন, ওয়াসিমের মৃত্যু ছাত্র আন্দোলনে অসীম শক্তি যুগিয়েছে। ওয়াসিম আকরাম অধিকার আদায়ের সৈনিক হিসেবে প্রাণ দিয়েছে। তার জীবনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলন সফল হয়েছে। ওয়াসিমের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
শুক্রবার (৩০ আগষ্ট) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের মুরাদপুরে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে ১ম শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আকরামের পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
শুক্রবার চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের নেতৃত্বে মহানগর বিএনপির নেতাকর্মীদের নিয়ে ওয়াসিম আকরামের কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা বাজারস্থ বাসভবনে যান। নেতৃবৃন্দ তার মায়ের সাথে দেখা করে তাদের খোজ খবর নেন। তাদের সমবেদনা জানিয়ে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার কথা জানান। সেখানে তারা শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং কবরে পুস্পস্তবক অর্পণ করেন। নেতৃবৃন্দ পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দীন আহমেদের চকরিয়াস্থ বাস ভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে গিয়ে তার পিতা মাতার কবর জিয়ারত করেন।
এতে নাজিমুর রহমান বলেন, আওয়ামীলীগ সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে যাঁরা মৃত্যুবরণ করেছে, তাদের পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব হচ্ছে বিএনপির। কেননা তারা দেশের মানুষের জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন। যারা আন্দোলনে মৃত্যুবরণ করেছে তাদের শহীদী মৃত্যু হয়েছে। শহীদের রক্ত কোনো দিন বৃথা যায় না। তারা আন্দোলন করে, রক্ত দিয়ে জাতির ওপর থেকে যে বিশাল বোঝা, সেটা সরিয়ে দিয়েছে। শেখ হাসিনাকে আজ পালিয়ে যেতে হয়েছে।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সৈয়দ আজম উদ্দিন, এস কে খোদা তোতন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, কাজী বেলাল উদ্দিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, পাচঁলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন, বিএনপি নেতা খোরশেদ আলম, জাফর আহমেদ, শফিকুল ইসলাম শাহীন, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন শাহেদ, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সদস্য আল মামুন সাদ্দাম, এনামুল হক এনাম, আব্বাস উদ্দিন প্রমূখ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ইমরান খান
কার্যালয়: গ-১৩৩/৩, প্রগতি স্মরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২। মোবাইল: ০১৮৫৩-৫৪৬২৫৪
প্রিয়দেশ নিউজ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত